Close

শেখ হাসিনাকে গণহত্যার দায়ে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এই বছরের জুলাই মাসের গণবিপ্লব নিয়ে বিবিসির এই গভীর অনুসন্ধানী প্রতিবেদন এবং সম্প্রচারের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে শিশু-সহ শতাধিক প্রতিবাদকারীকে হত্যার নির্দেশ দেওয়ার যে ভয়াবহ অভিযোগ উত্থাপিত হয়েছে, তা গোটা বিশ্বে তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের আহ্বানকে আরও জোরালো করে তুলবে। তাকে এই গণহত্যার জন্য অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।’

তিনি আরও লেখেন, ‘১৫ বছরেরও বেশি সময়ের শাসনামলে তিনি যে হত্যাকারীদের সমাবেশ করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছেন, তার কোনও রেহাই নেই- না তার, না তার ঘনিষ্ঠ হত্যাকারী বাহিনীর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave a comment
scroll to top